নিজস্ব সংবাদদাতা : ৭ মে, বুধবার ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিকের ফল২০২৫। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দুপুর সাড়ে ১২টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে ফলাফল। পরীক্ষার্থীরা বুধবারই দুপুর ২টো থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁদের রেজ়াল্ট দেখতে পারবেন। এই তালিকায় শিক্ষা সংসদের ওয়েবসাইট ‘রেজ়াল্ট ডট ডব্লিউবি ডট জিওভি ডট ইন’ (www.result.wb.gov.in), ‘রেজ়াল্ট ডট ডিজিলকার ডট জিওভি ডট ইন’ (www.result.digilocker.gov.in)-সহ রয়েছে আরও বেশ কিছু ওয়েবসাইটে। পাশাপাশি, ‘WBCHSE Results’ অ্যাপের মাধ্যমেও নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার অর্থাৎ ৮ই মে সকাল ১০টার পর থেকে জেলা ভিত্তিক ক্যাম্প অফিস থেকে বিদ্যালয় গুলি মার্ক শিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।।
