Skip to content

রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের হতে পারে বৃষ্টিপাত!

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার স্বস্তির বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। শুক্রবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। কিন্তু, সপ্তাহান্তে অর্থাৎ রবিবার থেকে ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মাসের শেষে ধেয়ে আসছে এক ঘূর্ণিঝড়। নাম দেওয়া হয়েছে রিমাল। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হবে। শক্তি বাড়িয়ে ২৪ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ মে সন্ধের পর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে।

Latest