Skip to content

মরশুমে প্রথমবার তাপপ্রবাহ রেকর্ড ভেঙে চুরমার করে দিল পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুর !

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের তরফে জানা গিয়েছে ১৯ই এপ্রিল শুক্রবার বেলা ১টা নাগাদ সংগৃহীত ৪৫.০৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই যে বিগত কয়েক মরশুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা, তা মোটামুটি নিশ্চিত। চলতি মরশুমে রেকর্ড গরম পড়বে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে এপ্রিলের শুরু থেকেই প্রবল গরম আর তাপপ্রবাহে কাবু হয়েছে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও গরম বাতাস বইছে চৈত্রের শেষ থেকেই পয়লা এপ্রিল থেকেই। গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রার নিত্য নতুন রেকর্ড হচ্ছে প্রতিদিনই। বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টা নাগাদ মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.০৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এপ্রিল মাসে এই গরম নতুন নয়। অতীতেও উদাহরণ রয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টির কবে তা আবহাওয়াবিদরা বলতে পারছেন না।

Latest