Skip to content

রাম নবমীর দিনে ঘাটালের রাম মন্দিরে পুজো দিয়ে প্রচারে দেব!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বুধবার সকালে ঘাটাল শহরে কুশপাতায় রাম মন্দিরে যান দেব। সেখানে গিয়ে জয় শ্রী রাম বলতে বলতে সোজা মন্দিরে ঢুকে পড়েন তৃণমূলের তারকা প্রার্থী দেব।সকাল এগারোটার চড়া রোদে রাম মন্দির থেকে শুরু হয় রামনবমীর মিছিল।তার কিছুক্ষণ আগেই পদ্ম প্রার্থী হিরণও পাঁশকুড়ার বাসস্ট্যান্ডের রামমবমী অনুষ্ঠান থেকেই বাইক শোভাযাত্রায় অংশ নেন। দেবও সেখানে গিয়ে প্রণাম করেন। শরবত খান।তারপর ফের জয় শ্রী রাম,জয় শ্রী রাম বলতে বলতে গাড়িতে উঠে যান। এ দিন এই প্রসঙ্গে হিরণ বলেন, “আজ সকালে দেখেছি তিলক লাগিয়ে একজন রাম নবমী পালন করছে। এরা রাজনীতির জন্য ধর্ম বদলে দেয়। যখন যে ধর্মকে দিলে রাজনীতির ভোট পাবে সেই ধর্মের মধ্যে ঢুকে গিয়ে ধর্ম পালন করে।”পাল্টা আবার এ প্রসঙ্গে দেব বলেন, “ধর্ম মানুষকে শান্তির বার্তা শেখায়। ধর্ম সবাইকে নিয়ে চলা শেখায়। যে কোনও ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা শেখায়। আমি সেই ধর্মকে বিশ্বাস করি।” এরপরই সাংবাদিকরা দেবকে প্রশ্ন করেন, হিরণের অভিযোগ ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল? এই প্রশ্নের উত্তরে দেব হেসে বলেন, “জয় শ্রী রাম”

May be an image of 5 people

Latest