তরুণ লেখক জয়দেব বেরা এই প্রসঙ্গে জানান,"আমাদের রাজ্যের(পশ্চিমবঙ্গ) এই লোকসভা ভোটের ভোট কেন্দ্র থেকে যে বিষয়টি একাধিকবার গণমাধ্যম সূত্রে উঠে আসছে তাহল - "রক্ষক-ই ভক্ষক"।অর্থাৎ যে বিষয়টি বার বার মিডিয়া সূত্রে দেখতে পাচ্ছি তাহল,কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নাকি ভোটকেন্দ্রের মধ্যে বা পাশাপাশি নারীদের শ্লীলতাহানি করেছেন।যদিও এই বিষয়টি কতটা সত্য তা সঠিক তদন্ত সাপেক্ষ।কিন্তু আমার প্রশ্ন হল এই অভিযোগ একাধিকবার কেনো?আবার যদি মিথ্যে হত তাহলে এতবার এই অভিযোগ বিভিন্ন কেন্দ্র থেকে আসবেইবা কোনো?খবর সূত্রে জানা যায়- পশ্চিম মেদিনীপুর, উলুবেড়িয়া, কলকাতা প্রভৃতি জায়গায় এই ধরনের ঘটনা গুলো ঘটেছে।যদি ঘটনা গুলো সত্যি হয় তাহলে কিছু বলার নেই।আমাদের কাছে লজ্জার বিষয়!আমাদের মনে উনাদের প্রতি যে শ্রদ্ধা ছিল তা খুব আঘাতপ্রাপ্ত হবে।আর যদি ঘটনা গুলো মিথ্যে হয় তাহলে যথাযথ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।কারণ উনারা আমাদের দেশের গর্ব, দেশ মাতার বীর সন্তান।তাই মনে রাখতে হবে, উনাদের উপর কলঙ্ক আসা মানেই আমাদের দেশের উপরও কিন্তু কলঙ্ক আসা।তাই আমাদের উচিত অসাধু কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ না করে প্রকৃত ঘটনা গুলোকে সঠিক ও নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক।সেটা জওয়ান হোক কিংবা অভিযোগকারী পক্ষ হোক।যারা দোষী তাদের শাস্তি হোক।নাহলে সমাজে নিরাপত্তা বলে আর কোনো বিষয়ই থাকবে না।নারীদের সাংবিধানিক অধিকার গুলো কেবল সংবিধান এর মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে,বাস্তবে আর কার্যকর হবে না।যা সমাজের পক্ষে খুবই অশুভ ইঙ্গিত।"