Skip to content

বেঙ্গালুরু-বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে!

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণ কাণ্ডে যুক্ত দুইজন আততায়ীকে আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে গ্রেফতার করেছে NIA। সূত্রের খবর, আব্দুল মাথিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিব ২০২০ কর্নাটক আইএস মডিউলের সদস্য। আরও জানা গিয়েছে, আইএস মডিউল সামনে আসার পর দু’জনেই দেশ ছেড়ে পালিয়ে যান।২০২০ সালে দেশ ছাড়ার পর ২০২৩ সালের ডিসেম্বর মাসে তাঁরা ফের দেশে ফেরেন বলে জানা গিয়েছে। এরপরই চেন্নাইকে কেন্দ্র করে তাঁরা অপারেশনের ছক কষছিলেন বলে জানা যাচ্ছে। সেই পরিকল্পনা অনুযায়ীই বিস্ফোরণ ঘটানো হয় বলে মনে করছেন তদন্তকারীরা। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ৩ লক্ষ টাকা ক্রিপ্ট কারেন্সি মারফত পায় তারা। আইএসকেপি হ্যান্ডলার কর্নেলের কাছ থেকে ওই ক্রিপ্টোকারেন্সি এসেছিল তাঁদের হাতে। NIA টিমকে সাহায্য করার জন্য রাজ্যের পুলিশ তৎপর ছিল বলেই দাবি করা হয়েছিল রাজ্য পুলিশের তরফে। সেই দাবিকে মান্যতা দিয়ে এদিন NIA বিবৃতি দিয়ে জানিয়ে দিল, এই অভিযানকে সফল করতে এবং ওই দুই অভিযুক্তদের হাতেনাতে ধরতে সাহায্য করেছে রাজ্য পুলিশ।প্রসঙ্গত, শুক্রবার সকালেই মুসাভির হুসেন সাজিব এবং আবদুল মাঠিন আহমেদকে নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে NIA। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যও আগেই জানিয়েছিলেন, রাতেই তাঁদের কাছে এই বিষয় খবর চলে এসেছিল। এরপর সঙ্গে সঙ্গে দুই জঙ্গিকে ধরার প্ল্যান ছকে ফেলা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই সফল অপারেশন হয়। NIA-এর হাতে তুলে দেওয়া হয় ওই দুই অভিযুক্তকে।

Latest