নিজস্ব সংবাদদাতা : রাজ্য পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল করা হল। বদলি করা হয়েছে মূলত জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদে। বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০টি জেলার পুলিশ সুপার পদে দায়িত্ব বদল করা হয়েছে। বুধবারই রাজ্য পুলিশে একযোগে ১৭৫ জন পুলিশ পদাধিকারীকে বদলি করেছিল নবান্ন। এবার জেলা পুলিশের শীর্ষপদে রদবদল করা হল। সেই পরিস্থিতিতেই স্বরাষ্ট্র দফতরের নতুন নির্দেশিকায় বদলি হল একাধিক গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপার, ডিআইজি ও ডিসি পদে থাকা অফিসারদের। বদলি হওয়া অফিসাররা অবিলম্বে নতুন দায়িত্ব গ্রহণ করবেন, এমনই বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে।



কারা কোথায়?—গুরুত্বপূর্ণ বদলগুলির তালিকা:
• ধৃতিমান সরকার, আগে পশ্চিম মেদিনীপুরের SP ছিলেন, SS ইন্টেলিজেন্স ব্রাঞ্চ হচ্ছেন ।
• ঝাড়গ্রামের SP অরিজিত্ সিনহা হলেন মেদিনীপুর রেঞ্জের DIG।
• বাঁকুড়ার SP বৈভব তিওয়ারি যাচ্ছেন পুরুলিয়ার SP পদে।
• পুরুলিয়ার SP অভিজিত্ বন্দ্যোপাধ্যায় এখন মালদার SP।
• মালদার SP প্রদীপকুমার যাদব—নতুন দায়িত্ব উত্তর দিনাজপুর SP (ট্র্যাফিক)।
• আলিপুরদুয়ারের SP ওয়াই রঘুবংশী হলেন জলপাইগুড়ির SP।
• খাণ্ডওয়ালে উমেশ গণপত—নতুন পদ আলিপুরদুয়ারের SP।
• সচিন, আগে SS, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এখন বিধাননগরের নিউটাউন ডিভিশনের নতুন DC।
• মহম্মদ সানা আখতার—নতুন দায়িত্ব আসানসোল–দুর্গাপুর কমিশনারেটের ওয়েস্ট জোন DC।
— ভোটের আগে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ভূমিকাই সর্বাধিক গুরুত্বপূর্ণ, তাই এই বদল নজরে।