Skip to content

ভোট মিটতেই বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের!

 নিজস্ব সংবাদদাতা : এবার লোকসভা ভোট মিটতেই সেই ডিএ তথা মহার্ঘ ভাতা নিয়ে জারি হল নোটিফিকেশন। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল আগেই। এবার কার্যকর হতে চলেছে সরকারের সেই সিদ্ধান্ত। গত এপ্রিল মাস থেকেই লাগু হবে বর্ধিত ডিএ।১ মে থেকে কার্যকর হওয়ার কথা ছিল বর্ধিত ডিএ। কিন্তু জামাইষষ্ঠীর আগের দিনই নির্দেশিকায় জানানো হল, এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে সেটি। অর্থাৎ পরবর্তী মাসের বেতনের সঙ্গে এপ্রিল মাস থেকে দেওয়া বকেয়া ডিএ যোগ হবে। এই নির্দেশিকায় খুশি রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ।রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন, এই ৪ শতাংশ বৃদ্ধি পেলে ১৪ শতাংশ হারে ডিএ পাবেন তাঁরা। কেন্দ্রীয় সরকারির কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পান। মঙ্গলবার রাজ্যের অর্থ দফতরের তরফে নোটিফিকেশন দিয়ে ডিএ বৃদ্ধির কথা জানানো হয়েছে।

Latest