Skip to content

রাজ্যে শুষ্ক আবহাওয়া- কলকাতায় পারদ পতন, দার্জিলিঙে ৫ ডিগ্রি—জাঁকিয়ে শীতের ইঙ্গিত?

নিজস্ব সংবাদদাতা : মরসুমের শীতলতম দিন দেখল কলকাতা। টানা কয়েকদিনের আবহাওয়ার খামখেয়ালিপনার পর শহর জুড়ে ফিরে এসেছে স্বস্তির শীত। বুধবার রাতেই তাপমাত্রা নামতে শুরু করে, আর বৃহস্পতিবার ভোরে পারদ এক লাফে নেমে পৌঁছল ১৫.৬ ডিগ্রিতে—স্বাভাবিকের তুলনায় প্রায় ১ ডিগ্রি কম। ভোরের দিকেই দক্ষিণবঙ্গের বহু জায়গায় ছড়িয়ে পড়ে কনকনে কুয়াশা। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসে ৯০০ থেকে ২০০ মিটারে, উপকূলবর্তী জেলাগুলিতেও থাকে ঘন কুয়াশার দাপট। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’তিন দিন রাজ্যের সর্বত্র এমনই শীতের আমেজ বজায় থাকবে। তাপমাত্রায় বড়সড় হেরফেরের সম্ভাবনা আপাতত নেই।

মঙ্গলবার রাতেই কলকাতার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি, যা বুধবার নেমে দাঁড়ায় ১৭-তে। বৃহস্পতিবার সেই তাপমাত্রা আরও কমে পৌঁছয় ১৫ ডিগ্রির ঘরে। দার্জিলিঙে নেমে এসেছে ৫ ডিগ্রিতেও। ফলে প্রশ্ন উঠছে—এ সপ্তাহেই কি বঙ্গে জাঁকিয়ে শীত নামতে চলেছে? হাওয়া অফিসের পূর্বাভাস, রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিমের হাওয়া আরও জোরদার হলে সপ্তাহান্তে শীতের দাপট বাড়ারই সম্ভাবনা। শীতপ্রেমীদের মুখে হাসি—অবশেষে কলকাতায় ফিরল বহু প্রতীক্ষিত ‘ডিসেম্বরের শীত’।

Latest