নিজস্ব সংবাদদাতা : আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বুধবার কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে বিভিন্ন সংগঠনের। এ বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়েছেন বিজেপির ডাকা বন্ধকে কোনও ভাবেই সমর্থন করছেন না। তিনি বলেন, ‘‘বিজেপির ডাকা বন্ধকে সমর্থন করার প্রশ্নই নেই। পথে নামবে বামেদের গণসংগঠন আদিবাসী অধিকার মঞ্চ। নার্সদেরও মিছিল রয়েছে। তা ছাড়া রয়েছে রাজনৈতিক এবং অরাজনৈতিক একাধিক কর্মসূচি। আমরা সেই কর্মসূচিতে থাকব।’’ মঙ্গলবার ‘ছাত্র সমাজ’-এর নামে যে আন্দোলন হয়েছে, তা সাম্প্রতিক পরিস্থিতি থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার কৌশল বলেও মন্তব্য করেছেন সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদকের কথায়, ‘‘এই ছাত্র সমাজ কারা? গোটাটাই করেছে বিজেপি এবং আরএসএস। যখন সার্বিক ভাবে জনতার স্বর উঠছে আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে, তখন অন্য দিকে বিষয়টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর তাতে ধুয়ো দিচ্ছে তৃণমূল এবং রাজ্য সরকার। ওরা যাতে প্রচার পায়, আরজি করের নির্যাতিতার বিচারের দাবি যাতে ঢাকা পড়ে যায়,তার চেষ্টা হচ্ছে। হারিয়ে যাওয়া দ্বিমেরু রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে।’’ সূত্র মারফত জানা যায়, আগামী ৩ সেপ্টেম্বর কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছে বামফ্রন্ট। অন্য দিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর অবশ্য সরাসরি বন্ধের বিরোধিতা করেননি। তাঁর কথায়, ‘‘আমরা বন্ধ ডাকিনি। যারা ডেকেছে তারা জানে আর মানুষ জানে। বন্ধ হবে কি না সেটা মানুষের উপর নির্ভর করবে।’’