নিজস্ব প্রতিবেদন : নির্ভয়া গণধর্ষণকাণ্ডের প্রায় ১২ বছর পর কলকাতায় আরজি করে এক মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিক্ষোভ-মিছিল এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন সবাই। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দক্ষিণ দিল্লির মুনির্কাতে নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছিল সবাই। প্রায় ৯ বছর পর ৪ দোষী সাব্যস্তকে ফাঁসিতে ঝোলানো হয়। দোষী বাস চালক-সহ ৬ জন। তার আগে অভিযুক্ত বাসচালক রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করে। আর এক অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে ৩ বছর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয় জুভেনাইল জাস্টিস বোর্ড। নির্ভয়াকাণ্ডের মতো আরজি করের নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির সাজার দাবি উঠেছে। ২০২০ সালের ২০ মার্চ। ভোর সাড়ে ৫টা। নৃশংস ঘটনার মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তাকে ফাঁসি দেওয়া হয়। তেমনি গত ৯ অগস্ট আরজি করে ‘তিলোত্তমা’র দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত একজনকে ধরেছে পুলিশ। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত দোষীদের ফাঁসি চাইছেন। এমনকি CBI-কে সময়ও বেঁধে দিয়েছেন। কোর্টের নির্দেশে তদন্তের ভার নেমেছে সিবিআই এর হাতে। ‘তিলোত্তমার' নৃশংস এই ঘটনায় জড়িতদের শাস্তি কতদিনে হবে, সেই নিয়ে উঠছে প্রশ্ন।