বেঙ্গালুরু নিজস্ব সংবাদদাতা :সোমবার সকালে দক্ষিণ বেঙ্গালুরুর চাঁদপুর এলাকায় এক আবাসিক ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে ওই অজ্ঞাত পরিচয় তরুণীর দেহ উদ্ধার করে বেঙ্গালুরু পুলিশ। আবাসিক ভবনটি এক তথ্য প্রযুক্তি কর্মীর। ওড়িশার এক ব্যক্তিকে তিনি ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন বলে জানা গিয়েছে। ওই ফ্ল্যাট থেকে পুলিশ মাদক এবং সিরিঞ্জও উদ্ধার করেছে। পুলিশ এখনও তরুণীকে শনাক্ত করতে পারেনি। তবে, তারা জানিয়েছে, তাঁর বয়স ২৪-২৫ বছর। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা বলেও জানিয়েছে তারা। সেই সঙ্গে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি ওই তরুণীর সঙ্গে এক বছর ৪০-এর ব্যক্তি ওই ফ্ল্যাটে ছিলেন। তারা বাবা-মেয়ে বলে জানতেন বাড়িওয়ালা। সেই ‘বাবা’র কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।পুলিশের সন্দেহ, হত্যার আগে তরুণীকে যৌন নিগ্রহ করা হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এই বিষয়ে তারা নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ। দেহটি এতটাই পচে গিয়েছে, যে তরুণীকে আঘাত করা হয়েছিল কিনা, তাও বুঝতে পারেনি পুলিশ। কাজেই কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সেই সম্পর্কেও তারা কোনও সূত্র পায়নি। তবে, যৌন হেনস্থা করা হয়েছিল এবং তরুণীকে মাদক সেবন করানো হয়েছিল বলে অনুমান করছে পুলিশ। ওই ফ্ল্যাট থেকে বেশ কিছু সিরিঞ্জ এবং এক ধরনের সাদা গুঁড়ো পাওয়া গিয়েছে। যা মাদক বলে মনে করছে পুলিশ। ওই গুঁড়ো ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।