Skip to content

সংসদে বাংলার মহিলা মুখ ১১ জন!

নিজস্ব সংবাদদাতা : যেমন একাধিক নতুন মুখের চমক রয়েছে, একইভাবে রয়েছে পুরনো মুখও। সবথেকে বড় চমক, মহুয়া মৈত্র। যাঁকে ঠিক ভোটের মুখে বহিষ্কার করা হয়েছিল সংসদ থেকে। ৬ লাখের বেশি ভোটে জিতে সদর্পে আবারও সংসদভবনে পা রাখতে চলেছেন কৃষ্ণনগরের সাংসদ।২০১৯ সালে দু’বারের তৃণমূল সাংসদ রত্না দে নাগকে হারিয়ে লকেট চট্টোপাধ্য়ায় বিজেপিকে উপহার দিয়েছিলেন হুগলি। রচনা বন্দ্যোপাধ্য়ায় রাজনীতিতে ‘ডেবিউ’ করেই মমতাকে ফিরিয়ে দেন এই কেন্দ্র। মেদিনীপুরে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিমিত্রা পালকে পশ্চিম মেদিনীপুরের অন্যতম মেদিনীপুর লোকসভা নির্বাচনে জুন মালিয়ার কাছে ২৭১৯১ ভোটে হারলেন অগ্নিমিত্রা পাল। সায়নী ঘোষ যাদবপুরের সাংসদ হয়েছেন। মালা রায়, কাকলি ঘোষদস্তিদার, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডলরা আবারও সাংসদ নির্বাচিত হয়েছেন।

এবার বাংলা থেকে ১১ জন মহিলা যাচ্ছেন সংসদে

কলকাতা দক্ষিণে মালা রায়

বারাসতে কাকলি ঘোষ দস্তিদার

উলুবেড়িয়া সাজদা আহমেদ

বীরভূমে শতাব্দী রায়

জয়নগরে প্রতিমা মণ্ডল

কৃষ্ণনগরে মহুয়া মৈত্র

যাদবপুরে সায়নী ঘোষ

বর্ধমান পূর্বে শর্মিলা সরকার

মেদিনীপুরে জুন মালিয়া

হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়

আরামবাগে মিতালী বাগ

Latest