Skip to content

আন্তর্জাতিক নারী দিবস!

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সমাজের অবিচ্ছেদ্য অংশ, পরিবার, সমাজ ও জাতি গঠন ও উন্নয়নে নারীর ভূমিকাকে সম্মান জানাতে পালিত হয় এই বিশেষ দিন। প্রতিটি ক্ষেত্রেই পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন নারীরা। তবে নারীদের সকল প্রচেষ্টার পরও সমাজে তাঁদের অবস্থান পুরুষের তুলনায় অনেকটাই তলানিতে। আজও অনেক নারী রয়েছেন, যাঁরা নিজেদের অধিকার বোঝেন না। অনেক ক্ষেত্রে, কর্মরত নারীরা পুরুষের সমান কাজের জন্য পুরুষদের তুলনায় কম মজুরি পেয়ে থাকেন। সমান সুযোগ, সম্মান ও অধিকার না পাওয়ার কারণে নারীদের লক্ষ্য অর্জনে আরও বেশি প্রচেষ্টা করতে হচ্ছে।

 সারা পৃথিবীর সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিল সে হেসে, বেদনা ভুলে।যে শক্তি প্রতিটি পদক্ষেপে আলোকিত করে সেই একজন নারী। শুভ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪।

Latest