নিজস্ব সংবাদদাতা : প্রথম থেকেই সন্দেশখালি নিয়ে উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। নির্বাচন চলাকালীন নতুন করে উত্তপ্ত সন্দেশখালি, তৃণমূল নেতাকে বাড়ি থেকে বের করলেন মহিলারা। উল্লেখ্য, রবিবার সকালেও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি এলাকায়। এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক থেকে। রবিবার সেখানে তৃণমূল নেতা দিলীপ মাল্লিককে ব্যাপক মারধর করলেন মহিলারা। মহিলাদের মারের মুখে পড়লেন দিলীপবাবুর এক অনুগামীরও। বিক্ষোভকারীদের অভিযোগ, সন্দেশখালিতে মহিলাদের ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড করেছে দিলীপ মল্লিক।পথসভায় হাজির ছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও বিধায়ক সুকুমার মাহাতো। দিলীপ মল্লিকই ভাইরাল ভিডিয়ো বানিয়ে ছড়িয়েছে বলে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা।