Skip to content

বাজেটে মদের প্রসার বৃদ্ধির ঘোষণার বিরুদ্ধে মহিলা যুব-মহিলাদের বিক্ষোভ তমলুকে!

1 min read

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি রাজ্য বাজেটে ব্যাপক মদ বিক্রি বাড়িয়ে রাজস্ব আদায়ের সর্বনাশা পরিকল্পনার প্রতিবাদে আজ যুব সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এ.আই.ডি.ওয়াই.ও.) এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন(এ.আই.এম.এস. এস.)'র পক্ষ থেকে তমলুক শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিল শুরু হয় হাসপাতাল মোড়ের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে এবং শেষ হয় মানিকতলা মোড়ের মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। নেতৃত্ব দেন মহিলা সংগঠনের পক্ষে জেলা সম্পাদিকা প্রতিমা জানা,সভাপতি সীক্তা মাজী,যুব সংগঠনের রাজ্যসম্পাদক মন্ডলীর সদস্য স্নেহলতা সাউ ও জেলা সভাপতি মঞ্জুশ্রী মাইতি প্রমূখ। সংগঠনগুলির তরফে অভিযোগ করা হয়, রাজ্য সরকার মদের প্রসার ঘটিয়ে ছাত্র-যুবদের নৈতিক মান ধ্বংস করতে চাইছে। অন্যান্য রাজ্যের ন্যায় অবিলম্বে মত নিষিদ্ধকরণের দাবী করেন নেতৃবৃন্দ।

Latest