Skip to content

মহিলা সমিতির উদ্যোগে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির!

নিজস্ব সংবাদদাতা : সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি চন্দ্রকোনা রোড আঞ্চলিক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার নয়াবসতে অবস্থিত অনিল বিশ্বাস ভবনে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছিল। উপস্থিতি ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাঃ বি. বি. মন্ডল , ডাঃ বিশ্বজিৎ হাজরা, ডাঃ নৈঋত দে , অভিজিৎ দাশ গোস্বামী, বিমান বেরা, সেরাফত আলি , বাসুদেব রানা,কৌশিক দাস প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা রোড মহিলা সমিতির সম্পাদক কমরেড লিপিকা বারিক , সিপিআইএম চন্দ্রকোনা রোড এরিয়া কমিটির সম্পাদক কমরেড চঞ্চল মন্ডল উপস্থিত আছেন সাত নম্বর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত এরিয়া কমিটির সদস্য সঞ্জয় মন্ডল, তাপস কালিন্দী ,অমর ঘোষ, মুসিব্বর মন্ডল, ধনঞ্জয় মাঝি সহ ছাত্র-যুব নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এই শিবিরে ৫৪১জন শিশুকে চিকিৎসা করা এবং বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।

Latest