Skip to content

মেদিনীপুর কলেজে উদ্যোগে অনুষ্ঠিত হলো আবৃত্তি ও শ্রুতি নাটকের কর্মশালা!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর কলেজ(স্বশাসিত)-র সহযোগিতায় গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, দু-দিন ব‍্যাপী আবৃত্তি ও শ্রুতিনাটক কর্মশালা অনুষ্ঠিত হলো।এই আপ্তবাক্যকে হৃদয়ে রেখে নিরলস ভাবে বাংলা আবৃত্তি ও শ্রুতি নাটকের ক্রমোন্নতি সাধনে শিল্পচর্চা করে যাচ্ছে মেদিনীপুর কলেজ প্রতিষ্ঠানটি। সম্প্রতি মেদিনীপুর কলেজে সেমিনার হলে ও মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনী উদ্যোগে অনুষ্ঠিত হলো দু-দিন ব‍্যাপী আবৃত্তি ও শ্রুতি নাটকের একটি কর্মশালা অনুষ্ঠান।এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার বিশিষ্ট কবি, নাট্যকার, আবৃত্তিকার শ্রী আরণ্যক বসু প্রমুখ।এই কর্মশালাতে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্য রঞ্জন ঘোষ, গোপাল চন্দ্র বেরা,রাজেন্দ্র দত্ত,মেদিনীপুর শহরের সংস্কৃতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত বিশিষ্ট জনেরা।প্রত্যেক কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Latest