Skip to content

তামাক বিরোধী দিবস উদযাপন!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বিশ্ব তামাকমুক্ত দিবস ( WNTD ) প্রতি বছর ৩১শে সারা বিশ্বে পালিত হয়। শুক্রবার গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মেদিনীপুর শহরেও পালিত হলো বিশ্ব তামাক বিরোধী দিবস। শুক্রবার সকালে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই উপলক্ষ্যে মেদিনীপুর স্টেশন চত্বরে ও হর্ষণদিঘি পাড়ে পথ চলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে মাইক প্রচারের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয়।পাশাপাশি মেদিনীপুর স্টেশনে ও বটতলা হর্ষনদিঘী পাড়ে হরিজন প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে স্থানীয় ছোট ছোট ছেলে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ও তামাক বিরোধী সচেতনতার বার্তা দেওয়া হয়। পাশাপাশি শিশুদের হাতে বিস্কুট ও কেক তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন গৌতম বোস, স্নেহাশিস চৌধুরী, সুদীপ কুমার খাঁড়া, সুভাষ জানা, সুজাতা সামন্ত দোলাই,মৃত্যুঞ্জয় সামন্ত প্রমুখ। এছাড়াও ছিলেন সমাজকর্মী সেক্ রাজ, শিক্ষিকা সানজিদা খাতুন প্রমুখ।

Latest