Skip to content

আজ, ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস!

নিজস্ব সংবাদদাতা : নাটকে শুধু লোকশিক্ষাই হয় না, নাটক নিজেকে নিজের সঙ্গে পরিচিত হতে শেখায়। নাটক এক অস্ত্র, প্রতিবাদের এবং প্রতিরোধেরও। তাই শতাব্দী ধরে, থিয়েটার মানুষকে জুড়ে জুড়ে রাখার অন্যতম শক্তিশালী শিল্পমাধ্যম হিসেবে নিজেকে ধরে রেখেছে। ২৭ মার্চ সারা বিশ্বজুড়ে উদযাপিত হয় বিশ্ব থিয়েটার দিবস। চলচ্চিত্রের বিবর্তনের আগে মানুষ নাটককেই বিনোদনের উৎস হিসেবে উপভোগ করত। সময় এগোতে এগোতে শুধু আর বিনোদন নয় মানুষের সমবেত কণ্ঠস্বর হয়ে ওঠে থিয়েটার। সমাজকে প্রতিফলিত করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় থিয়েটার। বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ থিয়েটার৷ যুগে যুগে থিয়েটারের মঞ্চ হয়ে উঠেছে প্রতিরোধের আঙিনা, সংগ্রামের ময়দান৷ স্বাধীনতা সংগ্রামই হোক বা সমাজবদলের স্বপ্ন দেখা বামপন্থী আন্দোলন- মতাদর্শকে জনপ্রিয় করে তুলতে, সাধারণ মানুষের ক্লান্ত বুকে দিনবদলের আগুন জ্বালতে এই বাংলায় বার বার ব্যবহার করা হয়েছে থিয়েটারকে। থিয়েটার তো নিছক বিনোদন নয়। সে চিরকালই হয়ে উঠেছে প্রতিরোধের হাতিয়ার, বেঁচে থাকার জরুরি অবলম্বন। আজ, ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস৷ এই দিনে অবশ্যস্মরণীয় দীনবন্ধু মিত্র, শিশির ভাদুড়ি, নটী বিনোদিনী, শম্ভু মিত্র, উৎপল দত্তের মতো নাট্যসাাধকরা। নিছক বিনোদন ছাপিয়ে তাঁদের কাজে উঠে এসেছে সমকালের যন্ত্রণা, অপ্রাপ্তি, স্বপ্ন এবং স্বপ্বভঙ্গের কথা।

Latest