Skip to content

যৌথ উদ্যোগে নানা দাবিতে খড়্গপুর মহাকুমা শাসকের কাছে ডেপুটেশন!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি,সেভ ডেমোক্রেসি এবং সম্মিলিত বাস্তুহারা পরিষদের দৈনন্দিন জনজীবনের নানা দাবিতে বুধবার খড়্গপুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। এই উপলক্ষ্যে মহাকুমা শাসকের দপ্তরের সামনে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়। ডেপুটেশনের দাবি গুলি মধ্যে উল্লেখযোগ্য ছিল, খড়্গপুর রেলকলোনীতে বসবাসকারী বস্তিবাসীদের সমস্ত গৃহকেই প্রয়োজনীয় কাগজপত্র রেল দপ্তরকে দিতে হবে।কোনো কারণে উচ্ছেদ করলে রেলের পড়ে থাকা অব্যবহৃত জমিতে পূর্নবাসন দিতে হবে, রেলবস্তিগুলিতে বিদ্যুৎ সংযোগ, প্রাইমারি স্কুল, রাস্তা, নর্দমা, জল, কমিউনিটি ল্যাট্রিন নির্মাণে রেল কর্তৃপক্ষকে সরকার ও পৌরসভাকে অনুমতি দিতে হবে, নতুবা নিজেদের নির্মাণ করে দিতে হবে,রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের জমিতে ও খাসজমিতে এবং কৃষির জন্য বন্টিত জমিতে কয়েক হাজার মানুষ দীর্ঘদিন গৃহ নির্মাণ করে বসবাস করছেন তাদের স্বল্পমূল্যে লিজ অথবা পাট্টা দিতে হবে,২টি বাস্তহারা কলোনি যা মূলতঃ রাজ্য সরকারের সেচ দপ্তরের জমিতে রয়েছে তালবাগিচা এলাকাতে,
তাদের অবিলম্বে কলোনির স্বীকৃতি দিয়ে লিজ বা পাট্টার ব্যাবস্থা করতে হবে,প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরে বাড়ি নির্মাণের টাকা রেল ও রাজ্য সরকারের জমিতে যারা কাগজপত্রহীন ভাবে যুগ যুগ ধরে বসবাস করছেন তাদের দিতে হবে,নতুবা টাকা পাওয়ার জন্য কাগজের ব্যবস্থা কেন্দ্র ও রাজ্য দুই সরকারকে করতে হবে, গৃহকর্তার অনুমতি না নিয়ে স্মার্ট মিটার বসানোর যে চক্রান্ত চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে,বন্যা বা অতিবৃষ্টিতে বস্তিবাসীদের বিশেষ আর্থিক সাহায্য প্রশাসনকে পুনঃ গৃহনির্মাণে দিতে হবে,কোনো ধরনের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন উভয় প্রশাসনের পক্ষ থেকে করা চলবে না ইত্যাদি। এদিনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মূখ্য সচিব অর্ধেন্দু সেন,সেভ ডেমোক্রেসির রাজ্য সম্পাদক অধ্যাপক চঞ্চল চক্রবর্তী, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে, সম্মিলিত বাস্তুহারা পরিষদের সম্পাদক অশোক মজুমদার, সংগঠন সমূহের নেতৃত্ব কমল ঘোষ, অসিত সরকার প্রমুখ।

Latest