Skip to content

খড়্গপুর দিশা ফাউন্ডেশন এর পরিচালনায় যোগাসন ও দাবা প্রতিযোগিতা!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুর দিশা ফাউন্ডেশন এর আয়োজনে যোগাসন, দাবা সহ বিবিধ মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০শে জুলাই ও ১০ই আগস্ট২০২৫। প্রথম দিনের সারা বাংলা যোগাসন প্রতিযোগিতাটি হবে অতুল মনি পলিটেকনিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবং আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে দাবা প্রতিযোগীতাটি হবে খড়গপুর প্রেম হরি ভবনে।

১৫ জুলাই এক সংবাদ সম্মেলন করলেন সংগঠন থেকে  ও  উপস্থিত ছিলেন  সংগঠনের সভাপতি বলাই শিট, সাধারণ সম্পাদক সোমনাথ বিশাই, চেয়ারম্যান ডঃ তপন পাল, কোষাধ্যক্ষ অনিল পোদ্দার, সাংস্কৃতিক সম্পাদক সুদর্শন সামন্ত, সহ-সভাপতি সিএস তেওয়ারি এবং আহ্বায়ক সঞ্জীব ডাঙ্গুয়া প্রমুখ। সংগঠনের সভাপতি জানিয়েছেন, ৪০০ জন শিক্ষার্থী যোগব্যায়ামে এবং ৮০০ জন দাবাতে অংশগ্রহণ করবে। সমস্ত প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।

Latest