Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোদাপিয়াশাল এম জি এম স্কুলের মিনি শান্তিনিকেতন পরিবেশে যোগ শিবির!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের অন্তর্গত একটি গ্রাম  গোদাপিয়াশাল। গোদাপিয়াশাল এম জি এম স্কুলের মিনি শান্তিনিকেতন পরিবেশে NSS ইউনিট এর স্পেশাল ক্যাম্পে যোগ শিবির সম্পন্ন হলো। যোগ প্রশিক্ষক হিসেবে ছিলেন শিক্ষারত্ন শিক্ষক গৌতম কুমার বোস ও শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষিকা আল্পনা দেবনাথবোস। বৃহস্পতিবার স্কুলের মুক্ত মঞ্চে সকাল ৮ টা থেকে ১০ পর্যন্ত যোগাসনের উপকারিতা, কিভাবে যোগ চর্চার মধ্য দিয়ে সুস্থ থাকা যায় সেসব ট্রেনিং দিলেন ওনারা। বিদ্যালয়ের ছাত্ররা সকাল থেকে আগ্রহের সাথে সেই ট্রেনিং গ্রহণ করলো। আজকের এই প্রোগ্রাম এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মনিকাঞ্চন রায় বলেন NSS এর পক্ষ থেকে সাতদিন ধরে নানান কর্মসূচী নেওয়া হয়েছে তার অন্যতম ছিল যোগ প্রশিক্ষন। সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শুভেন্দু বিকাশ রায়, শিক্ষিকা সুদীপ্তা দাস, সূর্যকান্ত চক্রবর্তী সুভাষ দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকায়। সমগ্র অনুষ্ঠান কে সর্বাঙ্গীন সুন্দর করতে সহযোগিতা করে NSS এর সদস্য ছাত্ররা।

Latest