পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদাতা: সম্প্রতি জামশেদপুরের দয়ানন্দ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল সি.আই.সি.এস.ই জাতীয় স্তরের যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৪। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়ে পশ্চিমবঙ্গ ও নর্থ ইস্ট রিজিওন থেকে প্রতিনিধিত্ব করেছিল শহরের রয়্যাল একাডেমীর দুই ছাত্রী অনুষ্কা গুপ্ত ও সোমঋতা চক্রবর্তী। অনুর্দ্ধ ১৯ বালিকা অনুষ্কা গুপ্ত একাদশ শ্রেণীর ছাত্রী রিদিমিক যোগা-য় দেশের মধ্যে প্রথম ও ট্রাডিশনাল যোগা-য় ষষ্ঠ স্থান অর্জন করে এস.জি.এফ.আই এর প্রতিযোগিতায় অংশগ্রহণ নেবে এবং সোমঋতা সপ্তম শ্রেণীর ছাত্রী ট্রাডিশনাল দলগত যোগা -য় দ্বিতীয় স্থান অর্জন করেছে । শিক্ষার্থীদের এই সাফল্যে খুশি একাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোলাই,যোগা পরামর্শদাতা আলোক পাল,যোগা প্রশিক্ষক অরিজিৎ সাহু সহ একাডেমীর শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্র-ছাত্রীরা।