Skip to content

যুব তৃণমূল কংগ্রেস উদ্যোগে SSC নিয়োগ,যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে ধিক্কার মিছিল !

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : SSC নিয়োগ নিয়ে বিজেপি এবং সিপিএমের যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে মেদিনীপুর শহর জুড়ে ধিক্কার মিছিল করলো যুব তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে একটি ধিক্কার মিছিল বিদ্যাসাগর হল থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে শহরের গান্ধী মূর্তির পাদদেশে এসে শেষ হয়। ২৬ হাজার চাকরি হারাদের কোন প্রকারের বিরোধীদের কথায় পা রাখবেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বার্তা দেন কারো চাকরি যেতে দেবে না তার এই বিশ্বাসকে রেখে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা মুখ্যমন্ত্রী ওপর আস্থা রাখার জন্য বলা হয়। এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন  বিধায়ক দীনেন রায় , জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, পৌরপ্রধান সৌমেন খান, জেলা নেতৃত্ব প্রদ্যুৎ ঘোষ,যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আবির আগালওয়াল, নির্মল ঘোষ,সংগীতা ভট্টাচার্য, আব্দুল ওয়াহেদ সহ অন্যান্যরা।

Latest