পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিমবঙ্গ রাজ্য আই সি ডি এস কর্মী সমিতির পক্ষ থেকে ডি এম ও ডি পি ও এর নিকটে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন।বুধবার দুপুরে জেলাশাস্ত্র দপ্তরের গেটের সামনে বিক্ষোভ দেখায়, স্যারের সাথে ডেপুটেশন জমা দেন।

তাদের দাবি অবিলম্বে FRS সিস্টেম ও E-KYC বাতিল করতে হবে, পোষন অ্যাপে কাজ করার জন্য উপযুক্ত 5-G স্মার্টফোন প্রদান করতে হবে, কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মীর মর্যাদা এবং ২৬০০০ টাকা বেতন ও ৬০০০ টাকা পেনশন দিতে হবে, অবিলম্বে কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইট চালু করা দাবীতে জেলাশাসক দপ্তরের বিক্ষোভ কর্মসূচি করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য আই.সি.ডি.এস কর্মী সমিতির পক্ষ থেকে। জেলা শাসককে ডেপুটেশন জমা দেন, আই সি ডি এস কর্মী ও সহায়িকাগণ বলেন তাদের এই দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।ডেপুটেশন জমাদেওয়া হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (District Magistrate),ডেটা প্রোটেকশন অফিসার (Data Protection Officer)এর জমা দেন।