Skip to content

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঘাটালে বিদ্যাসাগর এর জন্মভূমিতে ১০০০ এর বেশি বৃক্ষ রোপন ঘাটালের করলেন মহকুমা শাসক !

1 min read

নিজস্ব সংবাদদাতা: ২৩শে জানুয়ারী বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১০০০ এর বেশি বৃক্ষ রোপন কর্মসূচি পালন হলো ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস উদ্যোগে। সুমন বিশ্বাস বলেন ঘাটালে আমরা আজকের দিনটা একটু অন্যরকম ভাবে উদযাপন করলাম। নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন "The duty of a student is not only to study but also to prepare himself for the service of the motherland." এই বার্তাটি মনের মণিকোঠায় গেঁথে নিয়ে ছাত্র-যুবরা ২৩শে জানুয়ারী হাজির হয়েছিলো। বিদ্যাসাগর জন্মস্থানে নির্মিয়মাণ শিশুউদ্যানে বৃক্ষরোপণ করতে। শুধু ছাত্ররাই নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং স্বেচ্ছাসেবী সংস্থা হাজির হয়েছিলেন। প্রায় ৫০০ মানুষের সমাগম হয়েছিল বীরসিংহ বড় পুকুড়ের পাড়ে। সবাই হাতে করে নিয়ে এসেছিলেন বিভিন্ন ফল ও ফুলের গাছ। খড়গপুরের মাধপুরের পুষ্পাঞ্জলী নার্সারী থেকে গাছের চারা কিনে আনা হয়েছিল গাছ লাগানোর জন্য। বিভিন্ন প্রজাতির আম, কাঁঠাল, জামরুল, জাম, সবেদা, ডালিম, লেবু, মাল্টা, সুপারী, নারকেল ও অন্য ফলের গাছ। বিভিন্ন প্রজাতির ফুল যেমন পলাশ, নীল কৃষ্ণচূড়া, বকফুল, বাগান বিলাশ, কৃষ্ণচূড়া, বকুলফুল, রঙ্গন ও অন্য অনেক ধরণের ফুল ও বিভিন্ন ধরণের ঝাউ গাছ আজ লাগানো হল।এই মহৎ কাজে উপস্থিত ছিলেন নাড়াজোল ছাত্রদল, উস্থি প্রাথমিক শিক্ষক সমিতি, জন্মেঞ্জয় সান্ত্বনা ট্রাস্ট, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, বরুনা সৎসঙ্ঘ উচ্চ বিদ্যালয়, বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

Latest