পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : স্বাধীনতার পুর্ব রাতে স্বাধীনতা ও নিরাপত্তা সুনিশ্চিত করার অঙ্গীকারে জাস্টিস ফর আরজি কর এই স্লোগানকে সামনে রেখে "মেয়েরা রাত দখল করো" কর্মসূচির শুরু মেদিনীপুর শহরে। শনিবার সকাল থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু করেছেন আরজি করের জুনিয়র চিকিৎসকেরা। মিছিলে হাঁটতে হাঁটতে স্লোগান দিচ্ছেন।মেদিনীপুর শহরের পঞ্চুর চক রবীন্দ্র মূর্তির পাদদেশে জমায়েত নারী পুরুষ উভয়েই। মেয়েরা রাত দখল করো কর্মসূচিতে সাড়া দিয়ে জমায়েত করেছেন সাধারন মানুষও। মোবাইলের আলো জ্বেলে চলছে নারী কন্ঠে We Want justice শ্লোগান। অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্মসুচি স্থলে রয়েছে পুলিশ।
অন্যদিকে খড়গপুর শহরে প্রতিবাদী মিছিল বের হয় ।আর জি কর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে । বিভিন্ন স্লোগান ছিল -'WE WANT JUSTICE','আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের সঠিক বিচার ও তদন্ত চাই', 'আরজি কর হাসপাতাল কাণ্ডের মূল অভিযুক্তদের ফাঁসি চাই','অবিলম্বে আরজি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এর গ্রেপ্তার চাই ও বিচার চাই, 'সঞ্জয় ঘোষের ফাঁসি চাই', নারীদের নিরাপত্তার ভার প্রশাসনকে নিতে হবে','তদন্তের ভার CBI কে দিতে হবে' 'ধর্ষণ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে' প্রভৃতি।