Skip to content

সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঐক্যের শোভাযাত্রা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ৩১শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে একতা, অখণ্ডটা এবং আত্মনির্ভরতার বার্তা ছড়িয়ে দিতে ' ঐক্যের শোভাযাত্রা ' হবে জেলার দুটি জায়গায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এনএসএস বিভাগ এবং মাই ভারত পশ্চিম মেদিনীপুর উদ্যোগে ঐক্যের শোভাযাত্রা শুরু হবে ১২ ই নভেম্বর সকাল ১১. ৩০ মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠ থেকে। দ্বিতীয় শোভাযাত্রাটি হবে ঘাটাল শহরে ১৮ই নভেম্বর ।এই বিষয়ে শুক্রবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন হয়।উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.দীপক কুমার কর, এনএসএস-এর প্রোগ্রাম কো অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল ব্যানার্জি, ডিস্ট্রিক ইউথ অফিসার সাথী রায় প্রমুখ। বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষ এই শোভাযাত্রায় অংশ নিতে পারবেন। রয়েছে প্রবন্ধ ও পোস্টার তৈরি প্রতিযোগিতা। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ৬ই নভেম্বর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতাগুলি হবে। প্রবন্ধের বিষয় ' সর্দার বল্লভ ভাই প্যাটেল - রোল ইন ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া ' এবং পোস্টার মেকিং এর বিষয় ' এক ভারত - আত্ননির্ভর ভারত'।

Latest