Skip to content

অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্মবার্ষিকীর সূচনা দিবসে শ্রদ্ধার্ঘ্য!

1 min read

বরুণ কুমার বিশ্বাস : নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রস্তাবিত ঘাটাল শাখার উদ্যোগে ২০শে সেপ্টেম্বর ঘাটাল শহরের পূর্বতন ঋষি অরবিন্দ বিদ্যামন্দিরে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্মবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠান পালন করা হলো।ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাসপুর গান্ধী মিশনের কর্ণধার নারায়ণ ভাই।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প: ব: সরকারের প্রাক্তন যুগ্ম শিক্ষা অধিকর্তা এবং বর্তমানে ভারত সভার সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দোলই । বিশেষ অতিথির আসন অলংকৃত করেন প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় উমাশঙ্কর নিয়োগী।শরৎচন্দ্রের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন ঘাটাল কলেজের অধ্যাপক উমানাথ ব্যানার্জি, অধ্যাপক ড.কল্যাণ পট্টনায়ক, প্রাক্তন শিক্ষক ড.হরগোবিন্দ দোলই, প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশীষ মাইতি ও প্রাক্তন শিক্ষক উমাশংকর নিয়োগী ।এছাড়া ঘাটাল শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তন এবং বর্তমান প্রধান শিক্ষকগণ যথা তারাশঙ্কর দাসবৈরাগী, সমরেন্দ্রনাথ আদক প্রমূখ এবং সহশিক্ষক শিক্ষিকাগণও উপস্থিত ছিলেন। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী গণের উপস্থিতি অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে তোলে। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও সঞ্চালনা করেন প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী বরুণ কুমার বিশ্বাস মহাশয়। সভায় সারা বর্ষব্যাপী সাহিত্য বিষয়ক বিভিন্ন কর্মসূচির প্রস্তাব গৃহীত হয়।

Latest