নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার মুন্ডুমারি ক্রসিংয়ে শনিবার ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। চলন্ত মোটরবাইকে বাসের ধাক্কায় মৃত্যু হল দুই তরুণের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা, বাসচালক পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার কালই গ্রামের বাসিন্দা আসেকুল মালিদা (২১) এবং শেখ মোহাম্মদ আবু হুরাইরাহ (১৮) শনিবার একটি মোটরবাইকে ময়না দিক থেকে মুন্ডুমারির উদ্দেশ্যে আসছিলেন। সেই সময় বালিচক থেকে তেমাথানির দিকে যাচ্ছিল একটি রিজার্ভ বাস। তিনমাথা মোড়ের কাছে ডেবরা–সবং রাজ্য সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি সোজা গিয়ে ধাক্কা মারে বাসের সম্মুখভাগে। ধাক্কার জেরে দুই আরোহী ছিটকে পড়ে যায় বাসের নিচে। প্রত্যক্ষদর্শীদের দাবি— মুহূর্তের মধ্যেই বাসের চাকার তলায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে তড়িঘড়ি পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলেছে— রাজ্য সড়কে নজরদারি কি যথেষ্ট? নিরাপত্তার অভাব কি এভাবেই কেড়ে নেবে আরও তরুণ প্রাণ?