নিজস্ব প্রতিবেদন : বেজে গেল কোপা আমেরিকার দামামাও। ২০২৪ সালে কোপা আমেরিকা যে ইউএসএ-তে হবে তা আগেই জানা গিয়েছিল। এবার আমেরিকার কোন কোন শহরে খেলা হবে তা জানিয়ে দিল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল।১৪টি শহরের নাম ঘোষণা করেছে কনমেবল। সেই শহরগুলি হল, লাস ভেগাস, আর্লিংটন, শার্লট, কানসাস সিটি (কানসাস), অরল্যান্ডো, কানসাস সিটি (মিসৌরি), মায়ামি, সান্টা ক্লারা, আটলান্টা, ইস্ট রুদারফোর্ড, হিউস্টন, অস্টিন, ইঙ্গলউড (ক্যালিফোর্নিয়া) ও গ্লেনডালে।এবারের কোপা আমেরিকার প্রথ ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। সেই ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। আর ফাইনাল আয়োজিত হবে ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। বর্তমানে এই মায়ামি ক্লাবের হয়েই ফুটবল খেলেন মেসি। ফলে আর্জেন্টিনা যদি ফাইনালে পৌছায় তাহলে মেসি নিজের ক্লাবের মাঠে ফাইনাল খেলার সুযোগ পাবেন।