২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে ভোলানাথের ১০৮টি নাম জপ করলে সুফল পাবেন। উল্লেখ্য এই তিথিতেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এই শুভ দিনে মহাদেবের ১০৮ নাম সম্পর্কে এখনই জেনে নিন।
নিজস্ব সংবাদদাতা : হিন্দু ধর্মে শিবরাত্রি তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতেই শিব বৈরাগ্য ত্যাগ করে সাংসারিক জীবনে প্রবেশ করেন। ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথিতে শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই তিথিটি সনাতন ধর্মে বিশেষ মাহাত্ম্য রাখে। এ বছর ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পালিত হচ্ছে। এই তিথিতে শিব-পার্বতীর পুজো করলে তাঁদের অঢেল আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্র মতে মহাশিবরাত্রিতে শিবের ১০৮ নাম জপ করলে ভোলানাথ প্রসন্ন হন ও নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। এখানে শিবের ১০৮ নামের উল্লেখ করা হল।
শিবের ১০৮ নাম
- ওম ভোলেনাথ নমঃ
- ওম কৈলাশপতি নমঃ
- ওম ভূতনাথ নমঃ
- ওম নন্দরাজ নমঃ
- ওম নন্দী কী সবারী নমঃ
- ওম জ্যোতির্লিঙ্গ নমঃ
- ওম মহাকাল নমঃ
- ওম রুদ্রনাথ নমঃ
- ওম ভীমশঙ্কর নমঃ
- ওম নটরাজ নমঃ
- ওম প্রলেয়ঙ্কর নমঃ
- ওম চন্দ্রমৌলী নমঃ
- ওম ডমরুধারী নমঃ
- ওম চন্দ্রধারী নমঃ
- ওম মলিকার্জুন নমঃ
- ওম ভীমেশ্বর নমঃ
- ওম বিষধারী নমঃ
- ওম বম ভোলে নমঃ
- ওম ওংকার স্বামী নমঃ
- ওম ওংকারেশ্বর নমঃ
- ওম শঙ্কর ত্রিশূলধারী নমঃ
- ওম বিশ্বনাথ নমঃ
- ওম অনাদিদেব নমঃ
- ওম উমাপতি নমঃ
- ওম গোরাপতি নমঃ
- ওম ভোলে বাবা নমঃ
- ওম শিবজী নমঃ
- ওম শম্ভু নমঃ
- ওম নীলকণ্ঠ নমঃ
- ওম মহাকালেশ্বর নমঃ
- ওম ত্রিপুরারী নমঃ
- ওম ত্রিলোকনাথ নমঃ
- ওম ত্রিনেত্রধারী নমঃ
- ওম বর্ফানি বাবা নমঃ
- ওম জগতপিতা নমঃ
- ওম মৃত্যুঞ্জয় নমঃ
- ওম নাগধারী নমঃ
- ওম রামেশ্বর নমঃ
- ওম লঙ্কেশ্বর নমঃ
- ওম অমরনাথ নমঃ
- ওম কেদারনাথ নমঃ
- ওম মঙ্গলেশ্বর নমঃ
- ওম অর্ধনারীশ্বর নমঃ
- ওম নাগার্জুন নমঃ
- ওম জটাধারী নমঃ
- ওম নীলেশ্বর নমঃ
- ওম গলসর্পমালা নমঃ
- ওম দীনানাথ নমঃ
- ওম সোমনাথ নমঃ
- ওম জোগী নমঃ
- ওম ভণ্ডারী বাবা নমঃ
- ওম বমলেহরী নমঃ
- ওম গৌরীশঙ্কর নমঃ
- ওম শিবাকান্ত নমঃ
- ওম মহেশ্বরায় নমঃ
- ওম মহেশ নমঃ
- ওম আলোকনাথ নমঃ
- ওম আদিনাথ নমঃ
- ওম দেবদেবেশ্বর নমঃ
- ওম প্রাণমাথ নমঃ
- ওম শিবম নমঃ
- ওম মহাদানী নমঃ
- ওম শিবদানী নমঃ
- ওম সংকটহারী নমঃ
- ওম মহেশ্বর নমঃ
- ওম রুন্ডমালাধারী নমঃ
- ওম জগপালনকর্তা নমঃ
- ওম পশুপতি নমঃ
- ওম সঙ্গমেশ্বর নমঃ
- ওম দক্ষেশ্বর নমঃ
- ওম ঘ্রেনেশ্বর নমঃ
- ওম মণিমহেশ নমঃ
- ওম অনাদী নমঃ
- ওম অমর নমঃ
- ওম আশুতোষ মহারাজ নমঃ
- ওম বিলবকেশ্বর নমঃ
- ওম অভয়ঙ্কর নমঃ
- ওম পাতালেশ্বর নমঃ
- ওম ধূধেশ্বর নমঃ
- ওম সর্পধারী নমঃ
- ওম ত্রিলোকিনরেশ নমঃ
- ওম হঠ যোগী নমঃ
- ওম বিশ্লেশ্বর নমঃ
- ওম নাগাধিরাজ নমঃ
- ওম সর্বেশ্বর নমঃ
- ওম উমাকান্ত নমঃ
- ওম বাবা চন্দ্রেশ্বর নমঃ
- ওম ত্রিকালদর্শী নমঃ
- ওম ত্রিলোকী স্বামী নমঃ
- ওম মহাদেব নমঃ
- ওম গঢ়শঙ্কর নমঃ
- ওম মুক্তেশ্বর নমঃ
- ওম নটেষর নমঃ
- ওম গিরাজপতি নমঃ
- ওম ভদ্রেশ্বর নমঃ
- ওম ত্রিপুনাশক নমঃ
- ওম নির্জেশ্বর নমঃ
- ওম কিরাতেশ্বর নমঃ
- ওম জাগেশ্বর নমঃ
- ওম অবধূতপতি নমঃ
- ওম ভীলপতি নমঃ
- ওম জিতনাথ নমঃ
- ওম বৃষেশ্বর নমঃ
- ওম ভূতেশ্বর নমঃ
- ওম বৈজুনাথ নমঃ
- ওম নাগেশ্বর নমঃ
জ্যোতিষ শাস্ত্র মতে তিন রাশির উপর মহাদেবের আশীর্বাদ সর্বদা বজায় থাকে। তবে এই বছরের মহা শিবরাত্রি বিশেষ। এই বছরের শিবরাত্রিতে সূর্য, বুধ এবং শনি একসঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করবে। উল্লেখ্য, প্রায় ১৪৯ বছর পর, এই তিনটি গ্রহের সংযোগ ঘটেছে শিবরাত্রিতে। যার ফলে এই বছরের শিবরাত্রি বিশেষ।এই বিশেষ সময়ে কিছু এমন রাশি রয়েছে যারা ভগবানের প্রার্থনা করলে নিমেষেই ফল পেতে পারেন। এই মহাশিবরাত্রিতে, শুক্র তার উচ্চ রাশি মীন রাশিতে থাকবে, রাহুও তার সঙ্গে থাকবে। সূর্য ও শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে। এছাড়াও সূর্য, বুধ এবং শনি একসঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করবে এই মহা শিবরাত্রিতে। এই তিনটি গ্রহের সংযোগ এবং মহাশিবরাত্রির সংমিশ্রণ ১৯৬৫ সালে ঘটেছিল।