Skip to content

কোতয়ালি থানার আইসি সহ পশ্চিম মেদিনীপুর জেলার ২৮৫ জন ইন্সপেক্টর পদে বদলি!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শুক্রবার, প্রজাতন্ত্র দিবসের দিনেই এই নির্দেশিকা জারি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কোতয়া‌লি থানার আইসি আতিউর রহমান বদলি হয়ে যাচ্ছেন কোর্ট ইন্সপেক্টর বনগাঁ হয়ে। কোতোয়ালি থানার আইসি পদে আসছেন ঘাটালের কোর্ট ইন্সপেক্টর অমিত কুমার সিংহ মহাপাত্র। সিআই বেলদা বিশ্বজিৎ সাহার বদলি হয়েছে আইসি জাম্বনি হয়ে। আইসি জাম্বনি অমিত অধিকারী যাচ্ছেন শিলিগুড়ির ভক্তিনগর থানার আইসি হয়ে। আইসি শালবনি গোপাল বিশ্বাস যাচ্ছেন বসিরহাট হোসনাবাদের আইসি হয়ে। মেদিনীপুর ডিআইবি থেকে বদলি হয়ে শালবনি থানার আইসি হলেন দেবাশীষ চক্রবর্তী।লালগড় থানার আইসি অরিন্দম ভট্টাচার্য বদলি হয়ে যাচ্ছেন উত্তরবঙ্গের মাটিগাড়ার আইসি পদে। লালবাগ থানার আইসি হয়ে আসছেন স্বরূপ মুখোপাধ্যায়। তিনি মেদিনীপুরে সাইবার ক্রাইম থানার আইসি ছিলেন। ডায়মন্ড হারবারের সাইবার ক্রাইমের থানার আইসি তীর্থ সারথী হালদার দাঁতন থানা আইসি হয়ে আসছেন। আইছি দাঁতন দেবাশীষ ঘোষ যাচ্ছেন সাইবার ক্রাইম থানা পূর্ব মেদিনীপুর আইসি হয়ে। বেলপাহাড়ি থানার আইসি বিশ্বজিৎ বিশ্বাস যাচ্ছেন আই বি ওয়েস্ট বেঙ্গল পদে। খড়গপুর জিআরপির ইন্সপেক্টর আশীষ জৈন যাচ্ছেন বেলপাহাড়ি থানার আইসি পদে। খড়গপুর জিআরপি আইসি শেষ কুমার যাচ্ছেন সিআই সোনামুখীতে।

Latest