নিজস্ব সংবাদদাতা : আজ ২ এপ্রিল। ২০১১ সালের ২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। তার আগে কখনও আয়োজক দেশ বিশ্বকাপ জেতেনি। পরিসংখ্যান বদলে দেশবাসীর স্বপ্নপূরণ হয়েছে। গৌতম গম্ভীর, যুবরাজ সিং, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিদের মতো সিনিয়রদের সঙ্গে ছিলেন তরুণ বিরাট কোহলিও।প্রতিবছরই এই দিনটা আসে। অনেক স্বপ্ন বয়ে আনে। ২০১১ সালের সেই বিশ্বকাপই ওয়ান ডে ফরম্যাটে ভারতের শেষ বিশ্ব জয়। গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনাল। যদিও ট্রফি আসেনি। হতাশায় মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলিরা। তাঁর কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে ২ এপ্রিলের সেই রাত। বিশ্বজয়ের পর স্বাদ পেয়েছিলেন ২০১১ সালে।২ এপ্রিলের সেই মুহূর্ত প্রসঙ্গে বিরাট বলছেন, ‘আমরা ওয়াংখেড়েতে খেলছিলাম। আর ঘরের মাঠে সমর্থকদের সামনে জেতার আনন্দ বরাবরই আলাদা। সেই অভিজ্ঞতা, বিশ্বজয়ের রাত, আমি কোনওদিনই ভুলব না। বিশেষ করে যখন জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম গাওয়া হচ্ছিল স্টেডিয়ামে। প্রতিটা মুহূর্ত শিহরণ জাগানোর মতো। আমার স্মৃতির মণিকোঠায় থেকে যাবে সেই মুহূর্ত।’