Skip to content

ঝাড়গ্রাম জেলার বাঁশতলা রেলগেটের কাছে ট্রেনে কাটা পড়ল ৩টি হাতি!

নিজস্ব সংবাদদাতা: ঘটনা ঘটেছে ঝাড়গ্রামের বাঁশতলা রেলগেটের কাছে বৃহস্পতিবার রাত ১ নাগাদ। ১০ টি হাতির একটি দল বাঁশতলার দিক থেকে সিপাই বাঁধের দিকে পার হচ্ছিল। সেই সময় জন শতাব্দী যাচ্ছিল। দুটি বাচ্চা ও একটি বড় হাতি ট্রেনের ধাক্কায় কাটা পড়ে। বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, খবর পাওয়ার পরে ওই এলাকায় গিয়ে হাতির দেহগুলি তোলার কাজ শুরু হয়েছে।

এই ঘটনাগুলি বন্যপ্রাণী সুরক্ষার অভাব এবং রেল কর্তৃপক্ষের উদাসীনতাকে তুলে ধরছে বলে অভিযোগ গ্রামীণ এলাকার মানুষরা।

Latest