Skip to content

৪০তম গিরি প্রিন্টার্সের বিশ্বকর্মা পূজা!

1 min read

নিজস্ব সংবাদদাতা:  আজ ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ ভাদ্র সংক্রান্তি দিনে পালিত হচ্ছে বিশ্বকর্মা পূজা। ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার গিরি প্রিন্টার্সের ৪০ তম বছরের চার দিনের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার শুভ উদ্বোধন হয় ।

পূজা মন্ডপে প্রদীপ জ্বালিয়েপূজোর ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উৎসাহের সঙ্গে এই পূজার শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী দিব্যানিষ্ঠানন্দ,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স সম্পাদক চন্দন বসু ,পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সাহা, চিত্র গোড়াই,সমাজকর্মী নির্মল চক্রবর্তী, শালবনী পাবলিক স্কুলের অধ্যক্ষ শবনম দত্ত,শালবনী পাবলিক স্কুলের চেয়ারম্যান সৈয়দ মেরাজ আলী,ডাবল কুল আইসক্রিমের সহ-প্রতিষ্ঠাতা রাজকৃষ্ণ সামন্ত প্রমুখ । বাঁশি বাজিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন রঞ্জন জানা ।

৪০তম বার্ষিকী উপলক্ষ্যে গিরি প্রিন্টার্সের প্রতিষ্ঠাতা পরিমল গিরি বলেন এটা ৪০ বছর পুরোনো প্রিন্টিং প্রেস প্রিন্টিং প্রেস তাই আমরা ৪০জন বাচ্চাদের স্কুল ব্যাগ এবং কিট দেওয়া হবে । তার সঙ্গে গ্রামবাসীদের হাতে কিছু নতুন জামা কাপড় খুলে দেওয়া হবে এবং ১০০ বেশি বৃক্ষ রোপন করা হবে ।

Latest

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের অভ্যন্তরে  স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ও ব্লক এলাকায় পরপর মহিলা,শিশু,ছাত্রী সহ স্বাস্থ্যকর্মীর উপর থ্রেট কালচারের অভিযোগে পাঁশকুড়া ব্লকে ১২ ঘণ্টার বনধ্!