Skip to content

সমাজকর্মী রিংকু চক্রবর্তী'র জন্মদিনে রক্ত দিলেন ৪১ জন!

1 min read

নিজস্ব সংবাদদাতা:  মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও তপতী পাবলিশার্স-এর কর্ণধার সমাজ কর্মী রিংকু চক্রবর্তীর ৫২ তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টারে আয়োজিত ইন হাউস রক্তদান শিবির বেশ কয়েকজন মহিলা সহ রক্তদিলেন ৪১ জন রক্ত দাতা।

রক্তদাতাদের উৎসাহিত করতে ব্লাড সেন্টারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোনাইয়া, সমাজকর্মী রিংকু চক্রবর্তী, রিংকু চক্রবর্তী'র স্ত্রী পাপিয়া চক্রবর্তী সহ অন্যান্যরা।এদের মধ্যে জনা কুড়ি এই প্রথম বার রক্ত দিলেন। পাশাপাশি এদিন ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্যর্থে চুল দান করে ১১ জন মহিলা। কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন গৌতম বোস, প্রসূন কুমার পড়িয়া, আল্পনা,দেবনাথ বোস সুভাষ জানা, সুদীপ কুমার খাঁড়া, শুভ্রাংশু শেখর সামন্ত, মৃত্যুঞ্জয় সামন্ত, সুতপা বসু,শবরী বসু, অরিন্দম দাস,নরসিংহ দাস, মৃন্ময়ী খাঁড়া, দীপান্বিতা ঘোষ সাগরময় জানা,শুভরাজ আলি খাঁন সহ অন্যান্যরা।

Latest