Skip to content

৫ ডিসেম্বর শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব!

1 min read

নিজস্ব প্রতিবেদন : ৫ ডিসেম্বর ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করবেন বাংলার মুখ্যমন্ত্রী । চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকবেন সলমন খান,শাহরুখ খান, অনিল কাপুরের মতো বলিউডের নায়করা। তৃণমূল সাংসদ তথা প্রাক্তন অভিনেতা শত্রুঘ্ন সিনহাও থাববেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।তা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বুধবার রবীন্দ্র সদনে সাংবাদিক বৈঠকে কলকাতা চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষিত হল। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেআইএফএফ-এর চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পরিচালক গৌতম রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রলীন রায়। এ ছাড়াও মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, জুন মালিয়া, অরিন্দম শীলের মতো চিত্র পরিচালক এবং টলিউডের কলাকুশলীরা। এ দিন ফিল্ম ফেস্টিভ্যাল লোগোর উন্মোচন করা হয়েছে।এ বছর সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও দেখানো হবে চলচ্চিত্র উৎসবের সিনেমা। ২৩টি প্রেক্ষাগৃহে মোট ২১৯টি ছবি দেখানো হবে এ বছরের চলচ্চিত্র উৎসবে। এ বছরের চলচ্চিত্র উৎসবের ক্যাচলাইন ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’। ফোকাস কান্ট্রি হবে স্পেন ও অস্ট্রেলিয়া। ২০২৩ সালের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি, উত্তম কুমার এবং তনুজার অভিনীত ‘দেয়া নেয়া’।

Latest