Skip to content

৬৯তম জাতীয় স্কুল গেমসের, টেবিল টেনিসে বাংলা চ্যাম্পিয়ন!

1 min read

নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অনুষ্ঠিত ৬৯ তম জাতীয় বিদ্যালয় অনূর্ধ্ব ১৯ বছরের বালক বিভাগের টেবিল টেনিস প্রতিযোগিতায় বিজয়ী সম্মান অর্জন করলো পশ্চিমবঙ্গ দল।এই চ্যাম্পিয়নশিপটি জম্মু বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত হয়।স্বর্ণজয়ী পশ্চিমবঙ্গ দলের সদস্যরা ছিলেন আউশিক ঘোষ, প্রত্যুষ মণ্ডল, রাজদীপ দে, সংগ্রাম সরকার এবং প্রিয়াংশু কর্মকার।

বিজয়ী দলের কোচ ছিলেন কোচ সুমিত মুখার্জি এবং ম্যানেজার ছিলেন অভিজিৎ রানা। পশ্চিমবঙ্গ অনূর্ধ্ব-১৯ বিভাগে মেয়েদের টেবিল টেনিস রানার্স হয়েছে । তারা প্রতিযোগিতায় ভাল খেললেও ফাইনালে তামিলনাডুর কাছে হেরে যায়। বিজয়ী পশ্চিমবঙ্গ দলের সদস্যরা ছিলেন দেবলীনা গড়াই, দীপান্বিতা সাহা, নন্দিনী সাহা, দিয়া বসু এবং দিশা বসু। বাংলার মেয়েদের টেবিল টেনিস দলের কোচ ছিলেন শ্রীপর্ণা নন্দ এবং ম্যানেজার ছিলেন মনি শঙ্কর চৌধুরী।

গত বছর, বাংলার ছেলেরা রৌপ্য পদক জিতেছে এবং বাংলার মেয়েরা ব্রোঞ্জ পদক জিতেছে। এই বছরের পারফরম্যান্স প্রমাণ করে যে বাংলার স্কুল পর্যায়ের শিক্ষার্থীরাও টেবিল টেনিসে উন্নতি করছে।

ভারতজুড়ে তরুণ টেবিল টেনিস প্রতিভার জন্য এটি একটি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে।জম্মু ও কাশ্মীরের যুব সেবা ও ক্রীড়া বিভাগ কর্তৃক আয়োজিত এই ইভেন্টে ৩৪টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং অনুমোদিত ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করেছে, যা এটিকে সাম্প্রতিক বছরগুলিতে সবচেয়ে প্রতিযোগিতামূলক সংস্করণগুলির মধ্যে একটি করে তুলেছে।

Latest