Skip to content

থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বহরমপুরের থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত হলো চার দিনব্যাপী চিত্র প্রদর্শনী। 'থার্ড আই আর্টিস্টস' গ্রুপের পক্ষ থেকে এই চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে বলে উদ্যোক্তারা জানান। এ বার তাদের অষ্টম বর্ষ উদযাপিত হচ্ছে। সংস্থার সম্পাদক সোমনাথ বিশ্বাস বলেন, "দেশের ৩২ জন চিত্রশিল্পীর শতাধিক ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে।" মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) চিরন্তন প্রামাণিক এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

থার্ড আই আর্টিস্ট গ্রুপের সভাপতি আইপিএস অংশুমান সাহা নর্থ বেঙ্গলে বন্যা পরিস্থিতির জন্য উনি আসতে পারেন নি ।ওখানে সাধারন মানুষের জন্য কাজ করছেন তবে শিল্পীদের শুভেচ্ছা জানিয়েছেন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জওহর নবোদয় বিদ্যালযের ভাইস প্রিন্সিপাল আলোক গৌতম,শ্যামল সরকার ,কুলদীপ সিং ও আরো অনেক।

এর শেষ দিনে উপস্থিত ছিলেন এমডি মোশারফ হোসেন প্রাক্তন সভাধিপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ ও বিশিষ্ট সমাজসেবী ।এই দিনে সমস্ত শিল্পীদের স্মৃতি চিহ্ন ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়। যারা বেস্ট আওয়ার্ড পেলেন তারা হলো শিল্পী সুমিত চক্রবর্তি, অর্ক মন্ডল, সোহেল রানা,দেবানন্দ মাহাতো,অসীম সাহা, ও আলোক রায়।

স্পেশাল পুরষ্কার পেলেন সংযুক্তা বিশ্বাস ও স্নেহাশীষ সরকার। শেষ দিনে এক sit and draw এর আয়োজন করা হয় । প্রত্যেক বিভাগের প্রথম ২০ জনকে পুরস্কৃত করা হয়।

সংস্থার সম্পাদক সোমনাথ বিশ্বাস বলেন তাদের এই 8th international আর্ট ফেস্টিভ্যাল খুব সুন্দর ভাবে এক অভিনব উদ্যোগ পরিবেশন করেন খোলা আকাশের নিচে। শহরের প্রচুর মানুষ প্রদর্শনী দেখতে আসেন এবং প্রশংসা করেন।

Latest