নিজস্ব প্রতিবেদন : আবার ভূমিকম্প নেপালে এবং কেঁপে উঠল গোটা উত্তর ভারত। কেঁপে উঠল দিল্লি এনসিআর এলাকা। আজ, সোমবার বিকেল ৪টে ১৬ মিনিটে কেঁপে উঠল নেপালের মাটি। মাটির ১০ কিলোমিটার নীচে কম্পনের উৎস। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।তবে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটি ছিল পাঁচ দশমিক ছয় মাত্রার একটি স্বল্প গভীরতার ভূমিকম্প। অর্থাৎ এটির উৎপত্তি স্থল ভূপষ্ঠ থেকে কম গভীরে ছিল।