নিজস্ব প্রতিবেদন : আবার কি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা? সোশ্যাল মিডিয়া অন্তত তেমনই বলছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন বন্দেভারত এক্সপ্রেস চলাচলের খবর নিয়ে একটি টাইম টেবিল প্রকাশিত হয়েছে। যা মানুষের ফোনে ফোনে ঘুরছে।যেখানে দাবি করা হচ্ছে, ট্রেনটি সকাল ৬:১৫ মিনিটে আসানসোল থেকে ছাড়বে এবং পুরী পৌঁছবে দুপুর ১টায়। ফেরার পথে ২:৪০ মিনিটে পুরী থেকে ছাড়বে এবং আসানসোল এসে পৌঁছবে রাত ১০:৩৫ মিনিটে। এখানেই শেষ নয়। এর পাশাপাশি নতুন বন্দে ভারতের স্টপেজ, সম্ভাব্য সময়, যাত্রাপথের মোট সময় ইত্যাদি বলা হয়েছে। ভাইরাল খবরে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হয়েছে, তাতে বলা হয়েছে, যাত্রাপথে এই ট্রেনটি আসানসোল এবং পুরী ছাড়াও আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বালেশ্বর, কটক, ভুবনেশ্বরে স্টপেজ দেবে।