Skip to content

হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ৪০ থেকে ৫০ জন ছাত্রছাত্রী!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ৪০থেকে ৫০ জন ছাত্রছাত্রী। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে। ছাত্রছাত্রীদের অভিযোগ, গতকাল রাতের খাবার খাওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে, তবে শুক্রবার সকাল থেকেই অসুস্থতা বোধ করে কয়েকজন ছাত্রছাত্রী। এরপর বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অসুস্থতার সংখ্যা। স্কুলে যাওয়ার পর বমি, পায়খানা ও পেটের যন্ত্রনা শুরু হয় ছাত্রছাত্রীদের। এরপরই স্কুল কর্তৃপক্ষ স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে ভর্তি করে পাঁচখুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বর্তমানে এখানে ভর্তি রয়েছেন প্রায় ৪০থেকে ৫০ জন ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীরা জানায় বৃহস্পতিবার দুপুরের খাবার তাদের খাওয়ানো হয়েছিল, সেই তরকারি টক হয়ে গিয়েছিল, কিছু বুঝতে না পেরে খেয়ে নিয়েছিল তারা। এনিয়ে অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে ক্ষোভ।
অন্যদিকে এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Latest