Skip to content

রবিবার রাতে বিষ্ণুপুর চুড়ামণিপুর সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে লরি এবং ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ!

নিজস্ব সংবাদদাতা :  রবিবার রাতে বিষ্ণুপুর চুড়ামণিপুর সংলগ্ন ৬০ নম্বর  জাতীয় সড়কে লরি এবং ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় দুই চালকের মৃত্যু হয়। সংঘর্ষের তীব্রতা এতখানি ছিল যে লরি এবং ট্রেলারের সামনের অংশ প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে। তার ফলে দুই চালকই ভিতরে আটকে পড়েন। পরে পুলিস এসে গ্যাস কাটার দিয়ে দুই চালককে বের করে। এরপর বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। সেখানে লরি চালককে মৃত বলে ঘোষণা করা হয়। পরে গতকাল রাতে ট্রেলার চালকেরও মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, চুড়ামণিপুর সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়ক এলাকায় গত এক বছরে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।

Latest