নিজস্ব সংবাদদাতা : ২১ ডিসেম্বর সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ DA ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতে পারে, দেড় মাসের মাথায় ফের বাজেটে DA-র ঘোষণা করা হল। বর্ধিত DA সহ মাইনে মিলবে আগামী মে মাস থেকে। মোট ১৪ শতাংশ DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। একটা বড় অংশ এই সিদ্ধান্তে খুশি। এই ঘোষণার পর দেখা গিয়েছে রাজ্য সরকারের মোটের উপর সব ধরনের চাকুরিজীবীর ক্ষেত্রেই গড়ে ৮০০ টাকা বাড়তে চলেছে। যেমন, ধরা যাক একজন গ্রুপ ডি স্টাফ এখন বেসিক পান ১৭ হাজার টাকা। চাকরির বয়স অনুযায়ী কারও বেসিক বেড়ে এখন ১৭,৬০০ তো কারও ২২,২০০ কারও আবার ৩০,০০০ টাকা। বেসিকের উপর এই DA যোগ করে গ্রুপ ডি কর্মীদের ন্যূনতম ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা বাড়তে চলেছে। এ মাসেও তাঁরা বর্ধিত DA অনুযায়ী, অতিরিক্ত টাকা পেয়েছেন। আবার প্রায় ৭০০-৮০০-৯০০ টাকা করে এক একজনের বাড়তে চলেছে। সব মিলিয়ে বলা যেতে পারে, গ্রুপ ডি-দের মাইনে ২১, ৩০০ টাকা, ফেব্রুয়ারি ৪ শতাংশ বর্ধিত DA-র পর হয়েছিল ২১, ৯৭২টাকা ,আরও ৪ শতাংশ বেড়ে হবে ২২, ৬৭৬ টাকা।