Skip to content

মহরম উৎসবকে সামনে রেখে প্রশাসনিক আলোচনা সভা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মহরম উৎসবকে সামনে রেখে বুধবার রাত ৮টা নাগাদ মেদিনীপুর জেলা পরিষদ হলে প্রশাসনিক আলোচনা সভা হয়। মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং কোতোয়ালী থানার ব্যবস্থাপনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন এলাকার মহল্লার মহলদার, আখড়া কমিটি,কাফেলা কমিটি,তাজিয়া কমিটির কর্মকর্তা ছাড়া বিভিন্ন ব্যক্তিদের নিয়ে আলোচনা হয় শান্তি শৃঙ্খলা,সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয় পুলিশ প্রশাসন। মহরম উৎসব ইসলামের একটি উল্লেখযোগ্য দিন। সেইদিন নবী হজরত মোহাম্মা দের নাতি ইমাম হোসেন ও তার ৭২ জন সঙ্গী কারবালা প্রান্তে শহীদ হন। তাই এই দিন ইসলাম ধর্মাবলম্বীদের কাছে শোকের দিন। তাই বিশেষ দিনটি পালন হয়ে থাকে মর্যাদার সঙ্গে। ইসলাম ধর্মাবলম্বীদের শোকের উৎসব শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে যাতে এই উৎসব পালিত হয় তাই মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এদিন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এহসান আলি কাদরী DSP (Administration) মেদিনীপুর কোতোয়ালী থানার আইসি অমিত কুমার সিনহা মহাপাত্র, ট্রাফিক ওসি তাপস কুমার পাল,মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, কাউন্সিলার মোজাম্মেল হোসেন ,চন্দ্রানী দাস, অর্পিতা নায়েক, সহ অন্যান্যরা।

Latest