নিজস্ব সংবাদদাতা : রবিবার সন্ধে সাতটা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। সোমবার বিকেল পাঁচটা থেকেই তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে কাজ শুরু করে দিলেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, সোমবার বিকেল পাঁচটা থেকে বৈঠকে বসবে নতুন মন্ত্রিসভা। অন্তত ২ কোটি বাড়িকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত করা হতে পারে এই বৈঠকে। নতুন মন্ত্রিসভায় রয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার মনোহরলাল খট্টর, অসমের সর্বানন্দ সোনওয়াল, বিহারের জিতেন রাম মাঝি এবং কর্নাটকের এইচ ডি কুমারস্বামী- সহ ৬ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রেকর্ড গড়ে তৃতীয়বার মন্ত্রিসভায় নির্মলা সীতারমণও। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।যেহেতু এনডিএর বেশ কয়েকজন শরিক একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি জানিয়ে রেখেছেন, ফলে বিশেষজ্ঞদের নজর থাকবে মন্ত্রক বণ্টনের দিকে। হেভিওয়েট মন্ত্রকগুলি কার হাতে গেল, সেই নিয়েও চলবে চুলচেরা বিশ্লেষণ। পাশাপাশি, সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সাউথ ব্লকে নিজের দপ্তরে যাবেন প্রধানমন্ত্রী।