নিজস্ব সংবাদদাতা : দিন কয়েক আগে খোলা হয়েছিল সুড়ঙ্গ। আর তাতেই ঘটলো বড় বিপত্তি। ঘটনা তেলেঙ্গানার নগরকুরনুল জেলার শ্রীসাইলাম ড্যামে। প্রশাসনের তরফে জানা যায়,গত শনিবার সকালে শ্রীসাইলাম ড্যামে অবস্থিত সুড়ঙ্গের মধ্যে লিকেজ সমস্যা সারাই করতে গিয়েছিলেন একদল শ্রমিক। হঠাৎ ধস নামে সুড়ঙ্গের ১৪ কিলোমিটার ভিতরে। ভেঙে পড়ে ছাদের প্রায় ১০ মিটার অংশ। কাদামাটি ছড়িয়ে পড়ে প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে। আটকে পড়ে ৮ জন শ্রমিক। মর্মান্তিক দুর্ঘটনার ৭২ ঘণ্টা পার হলেও বাড়ছে উৎকণ্ঠা। এই পরিস্থিতিতে উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকদের উদ্ধারে গুরুত্বপূর্ন ভূমিকা পালনকারী 'Rat Hole Miners'-দের নিয়ে আসা হচ্ছে। বিষয়টি নিয়ে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি উদ্ধারকারী দলের সঙ্গে বৈঠকও করেছেন। মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে স্থানীয় জেলাশাসক বি সন্তোষ জানান, সুড়ঙ্গের ভিতরের এয়ার চেম্বার ও কোনভেয়ার বেল্ট পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। আটকে থাকা শ্রমিকদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি শ্রমিকদের নাম ধরে ডাকা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি। তবে যত সময় যাচ্ছে ততই সম্ভাবনা যে ক্ষীণ হচ্ছে, তা বোঝার অপেক্ষা রাখছেনা।