নিজস্ব সংবাদদাতা : সাত বছর পর দলে প্রত্যাবর্তন! ছাব্বিশের ভোটের আগে তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক। ইতিমধ্যে বাড়ি থেকে তৃণমূল ভবনের উদ্দেশে রওনা দিয়েছেন দু’জন। সেখানে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে যোগ দিতে চলেছেন তাঁরা। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে রাজনৈতিক মহলে আলোচনা, তবে কি ছাব্বিশের বিধানসভা ভোটে টিকিট পাচ্ছেন শোভন? সেক্ষেত্রে নিজের এলাকা বেহালা পশ্চিমেই তাঁকে প্রার্থী করা হবে? নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ বা NKDA-র চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার প্রাক্তন মেয়রকে। তার আগে বিভিন্ন সময়ে দফায় দফায় শোভন ও বৈশাখী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা, আলোচনা হয়েছে। এরপরই শোভনকে এনকেডিএ-র দায়িত্ব দেওয়া হয়। আর এবার তাঁর ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। শোভনের ব্যক্তিগত জীবনে নেগেটিভিটি রয়েছে’, এই দাবি করেছেন রত্না। তাঁর স্পষ্ট জবাব, ‘শোভন এলেই যে দলের ভালো রেজাল্ট হবে, তা আমার মনে হয় না। মেয়র পদের সঙ্গে ওঁর দূরত্ব প্রায় আট বছর। ওর যে ইমেজ ছিল, তা ধরে রাখতে পারেনি। ওর ব্যক্তিগত জীবনের বিষয়গুলো কতটা মানুষ মেনে নেবে, তা সঠিক বলতে পারব না। তবে বিষয়টি মানুষের মনে প্রভাব ফেলবে।’
৭ বছর পর বৈশাখীকে নিয়ে তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়!